১৯৭৭ সাল থেকে চলছে এই ঐতিহ্য! দীপাবলি উপলক্ষে আইআইটি খড়গপুর কেন এত বছর ধরে পালন করে ‘ইলুমিনেশন সেরিমনি’?

যে প্রতিষ্ঠানে পড়ুয়ারা প্রযুক্তিবিদ্যার খুঁটিনাটি শিখতে আসে, সেই আইআইটি খড়গপুরই দশকের পর দশক ধরে দেশের সংস্কৃতি, পরম্পরা এবং ঐতিহ্যকে ধরে রেখেছে। প্রযুক্তিবিদ্যার এই প্রাচীন প্রতিষ্ঠানে প্রতি বছর দীপাবলি উপলক্ষে আয়োজিত হয় এক অভিনব উৎসব, যা শুরু হয়েছিল সেই ১৯৭৭ সালে।

শত প্রদীপে আলোকিত ক্যাম্পাস

প্রতিবছরের মতো এবারও আইআইটি খড়গপুরের টেকনোলজি স্টুডেন্টস জিমখানার উদ্যোগে আয়োজন করা হয় ‘রঙ্গোলি’ এবং ‘ইলুমিনেশন সেরিমনি’। ক্যাম্পাসের শত শত পড়ুয়া ও গবেষকদের ঐকান্তিক প্রচেষ্টায়, বেশ কয়েকদিনের পরিশ্রমে গোটা আইআইটি ক্যাম্পাস আলোকিত হয়েছে প্রদীপের আলোয়।

এই সজ্জায় শুধু আলোর রোশনাই নয়, ফুটিয়ে তোলা হয়েছে ভারতের ঐতিহ্য ও পরম্পরাকে। শত শত প্রদীপ সাজিয়ে ধর্মীয় নানা সম্প্রীতি, সংস্কৃতি এবং পুরাণকে ছবির আকারে চিত্রায়ণ করা হয়েছে। অন্যদিকে, পড়ুয়ারা তাদের তৈরি করা রঙ্গোলিতে ফুটিয়ে তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঙ্গে মানুষের মেলবন্ধন, যেখানে বিভিন্ন রঙে প্রযুক্তি থেকে সংস্কৃতি ও পরম্পরাকে তুলে ধরা হয়েছে।

উপস্থিত বিশিষ্টজনেরা

শিক্ষার্থী, গবেষক, অধ্যাপক-অধ্যাপিকাদের পাশাপাশি এই অভিনব আয়োজনে উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমা শাসক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আইআইটি প্রাক্তনীরাও এই আয়োজনের অংশ হন।

যেখানে একদিকে প্রযুক্তিবিদ্যার চরম উৎকর্ষতা, সেখানেই অন্যদিকে ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি এই সম্মান—আইআইটি কর্তৃপক্ষের এবং শিক্ষার্থীদের এমন অভিনব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। পড়ুয়াদের ভাবনা, তাদের সৃজনশীলতা এবং উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy