শিলিগুড়ির পর এবার মালদা! বাংলাদেশিদের জন্য বন্ধ হোটেলের দরজা, সমর্থন জানাল বণিক সভাও

শিলিগুড়ির রেশ কাটতে না কাটতেই এবার মালদাতেও বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেল হোটেলের দরজা। ওপার বাংলায় ক্রমবর্ধমান ভারত-বিদ্বেষ এবং অস্থির পরিস্থিতির প্রতিবাদে এই কড়া সিদ্ধান্ত নিয়েছে ‘মালদা জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন’। এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে জেলার প্রভাবশালী বণিক সংগঠন ‘মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ও।

অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, বর্তমানে মালদায় তাঁদের স্বীকৃত ৯৪টি হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এ ছাড়াও জেলায় ছোট-বড় মিলিয়ে দেড়শোর ওপর রাত্রিবাসের জায়গা আছে। তিনি বলেন, “বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। বর্তমানে ভারত সরকারের তরফে ভিসা নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আপাতত কোনো বাংলাদেশিকে হোটেলে ঘর দেওয়া হবে না। তবে চিকিৎসার প্রয়োজনে আসা মানুষদের ছাড় দেওয়া হবে কি না, তা নিয়ে দ্রুত বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

বর্তমানে মহদিপুর সীমান্ত দিয়ে যাত্রী আনাগোনা অনেকটাই কমেছে। একসময় প্রতিদিন ৩৫০-৪০০ জন ভারত-বাংলাদেশে যাতায়াত করলেও, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩০-৩৫ জনে। সীমান্তে রেড অ্যালার্ট জারি থাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক উজ্জ্বল সাহা জানান, ভারতের নিরাপত্তার স্বার্থে এবং প্রতিবেশী দেশের অনভিপ্রেত আচরণের প্রতিবাদে ব্যবসায়ীরা যে একজোট হয়েছেন, তাকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। এই মুহূর্তে মালদার কোনো হোটেলেই কোনো বাংলাদেশি পর্যটক নেই বলে নিশ্চিত করেছে অ্যাসোসিয়েশন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy