ব্যাঙ্ক ঋণগ্রহীতাদের জন্য ২০২৬ সাল নিয়ে আসতে চলেছে বড় স্বস্তি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) আবারও সুদের হার কমানোর পথে হাঁটতে পারে বলে জোরালো ইঙ্গিত মিলেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই বছর অন্তত ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমানো হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার হোম লোন বা কার লোনের মাসিক কিস্তির (EMI) ওপর।
IIFL Capital-এর তথ্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের মানিটারি পলিসি মিটিংয়েই ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সম্ভাবনা রয়েছে। এরপর বছরের পরবর্তী পর্যায়ে আরও ২৫ পয়েন্ট কমতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালে ইতিমধ্যেই চারবার রেপো রেট কমানো হয়েছে। বর্তমানে রেপো রেট এবং কোর সিপিআই (Core CPI)-এর মধ্যে পার্থক্য ২.৮%, যা গত সাত বছরের গড় হারের তুলনায় অনেকটাই বেশি। ফলে অর্থনীতিবিদরা মনে করছেন, বাজার স্থিতিশীল রাখতে সুদের হার কমানো এখন সময়ের অপেক্ষা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে এবং জিডিপি বৃদ্ধি অনুকূল থাকলে মধ্যবিত্তের পকেটে সাশ্রয় হওয়া নিশ্চিত।