যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হুগলির বলাগড়। পুলিশের হেফাজতে থাকাকালীন বছর ছাব্বিশের এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। ক্ষুব্ধ জনতা সরাসরি বলাগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং থানার সম্পত্তি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সেখ আসাদুল মণ্ডল, তাঁর বাড়ি বলাগড় ক্ষত্রিয় নগর খালধারে। শুক্রবার গভীর রাতে বলাগড় থানার পুলিশ মদ্যপ অবস্থায় আসাদুলকে তুলে নিয়ে যায়।
পুলিশের ভ্যানে ওঠার পরই আসাদুল তার জামাইবাবু শেখ রাজাকে একটি টেক্সট মেসেজ করে জানায় যে পুলিশ তাঁকে ধরে নিয়ে যাচ্ছে। এই মেসেজ পাওয়ার পরই শেখ রাজা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। একই সঙ্গে আসাদুলকেও বারবার ফোন করেন। কিন্তু এরপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শনিবার সকালে আসাদুলের মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাঁর পরিবারের অভিযোগ, পুলিশের মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই বড়সড় প্রশ্ন উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।