ঙ্কটে ‘অ্যাম্বুল্যান্স দাদা’! হৃদরোগে আক্রান্ত পদ্মশ্রী করিমুল হক, তড়িঘড়ি আনা হচ্ছে কলকাতায়

যিনি নিজের বাইক-অ্যাম্বুল্যান্সে করে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছেন, আজ তিনিই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবী করিমুল হক। বুধবার জলপাইগুড়ির একটি বিদ্যালয়ে অনুষ্ঠান চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

করিমুল হকের বড় ছেলে আহসানুল হক জানিয়েছেন, চিকিৎসকদের পরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রে বড় ধরনের সমস্যা ধরা পড়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও ঝুঁকি নিতে চাইছে না পরিবার। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার সকালেই তাঁকে শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে। ডুয়ার্সের ‘অ্যাম্বুল্যান্স দাদা’র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উত্তরবঙ্গসহ গোটা রাজ্যে উদ্বেগের ছায়া। প্রিয় মানুষের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন অগণিত মানুষ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy