আলোর উৎসব কালীপুজোর সন্ধেবেলায় খাস কলকাতায় এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। কলকাতার গড়ফা এলাকায় বাজি পোড়ানোর অছিলায় এই ঘৃণ্য কাজটি করেছেন তাঁরই এক পরিচিত মহিলার স্বামী। এই ঘটনায় ধৃতের নাম রীতেশ সিংহ ওরফে সূরয।
বাজি পোড়ানোর সময় সুযোগ নেয় অভিযুক্ত
অভিযোগকারিণীর দাবি, কালীপুজোর সন্ধেবেলায় তিনি এক পরিচিত মহিলার বাড়িতে বাজি পোড়াতে গিয়েছিলেন। সেই সময়, বাকিরা দূরে গল্প-আড্ডায় মেতেছিলেন। এই সুযোগে ওই মহিলার স্বামী রীতেশ সিংহ তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন।
এরপরই ওই তরুণী দ্রুত গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং আজকে ভোরে অভিযুক্ত ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
উৎসবের দিনে এমন ঘটনা ঘটায় কলকাতার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।