সুন্দরী মেয়েরা পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়! : গবেষণা

সুন্দরী নারী দেখলে অন্যরকম অনুভূতি কাজ করে পুরুষের মনে। উথাল-পাথাল হয়ে যায় মন। সিনেমা কিংবা নাটকের নায়িকা হলে তো কথাই নেই। পর্দায় তাদের উপস্থিতি-গ্লামার তরুণদের ঘুম কেড়ে নেয়। এটি প্রকৃতির নিয়ম হলেও সতর্ক করেছেন গবেষকরা। তারা বলেছেন, সুন্দরী মেয়েদের দেখলে ছেলেদের শুধু মনেরই নয়, শরীরেও নানা উথাল-পাথাল হয়ে যায়। যার প্রভাবে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।

গবেষণাটি করেছেন স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, সুন্দরী মেয়েরা ছেলেদের সামনে এলে তারা এক ধরনের মানসিক চাপ অনুভব করেন। এই মামসিক চাপ কখনও এতটাই বেড়ে যায় যে, তার ফলে হার্টঅ্যাটাক পর্যন্ত হতে পারে। ৮৪ পুরুষের ওপর দীর্ঘ ৯ বছর গবেষণা চালায় গবেষক দল। গবেষণা শেষে তারা এ সিদ্ধান্তে উপনীত হন।

স্পেনের গবেষকদের দাবি, সুন্দরী-স্নিগ্ধ নারীদের কাছে আসার ৫ মিনিটের মধ্যে পুরুষদের শরীরে কোর্ট্রিসল নামক বিশেষ হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই কোর্ট্রিসলের অতিরিক্ত নিঃসরণের প্রভাবে হৃদক্রিয়ার ক্ষতির আশঙ্কা বেড়ে যায়। শুধু তাই নয়, এর সঙ্গে ডায়াবেটিস বা নানা রকম স্নায়বিক সমস্যাও দেখা দিতে পারে। তাই সুন্দরী নারী সঙ্গের বিষয়ে পুরুষদের সতর্ক করেছেন স্পেনের গবেষকরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy