আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্যত ‘একক শো’ দেখালেন হার্দিক পান্ডিয়া। যেন কোনো বলিউড সিনেমার স্ক্রিপ্ট! ২২ গজে বিধ্বংসী মেজাজে ব্যাট করে প্রোটিয়া বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ভারতের এই তারকা অলরাউন্ডার। মাত্র ১৬ বলে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি পূর্ণ করে বিশ্বরেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেলেন তিনি।
হার্দিকের এই ইনিংস ছিল চার-ছক্কার এক তুনামি। ২৫ বলে ৬৩ রানের ইনিংসে ছিল ৫টি চার এবং ৫টি বিশাল ছক্কা। স্ট্রাইক রেট ২৫২.০০! হাফ সেঞ্চুরি করার পর হার্দিক গ্যালারির দিকে এক উড়ন্ত চুম্বন (Flying Kiss) ছুড়ে দেন। গ্যালারিতে তখন উপস্থিত ছিলেন তাঁর বান্ধবী মাহিকা শর্মা। প্রিয়তমার সামনে জীবনের অন্যতম সেরা ইনিংস খেলে যেন মাঠেই প্রেমের ইস্তেহার দিলেন হার্দিক।
তবে শুধু ব্যাটিং নয়, হার্দিক মন জয় করলেন মাঠের বাইরের এক ঘটনায়। তাঁর মারা একটি জোরালো ছক্কা বাউন্ডারি লাইনে থাকা এক ক্যামেরা পার্সনের হাতে গিয়ে লাগে। যন্ত্রণায় কাতর ওই ব্যক্তির অবস্থা দেখে হার্দিক আর স্থির থাকতে পারেননি। খেলা চলাকালীনই তাঁর কাছে গিয়ে নিজের হাতে আইস প্যাক লাগিয়ে দেন এবং পরম মমতায় তাঁকে জড়িয়ে ধরেন। হার্দিকের এই মানবিক মুখ দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। মাঠের দাপট আর মাঠের বাইরের এই উদারতা—সব মিলিয়ে আহমেদাবাদে আজ শুধুই হার্দিক-বন্দনা।