দুবাইয়ে বৃষ্টির জেরে ম্যাচ ওভার কমিয়ে আনা হলেও ভারতীয় দলের দাপট কমেনি। ২০ ওভারের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১৩৮ রানে আটকে দেওয়ার পর, মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ম্যাচের হাইলাইটস ও বৈভবের ফর্ম: ভারত টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কার হয়ে চ্যামিকা হিনাতীগালা ৪২ রান করলেও ভারতীয় বোলার হেনিল পটেল ও কণিষ্ক চৌহানের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় রান তুলতে ব্যর্থ হয় লঙ্কানরা। ভারতের হয়ে রান তাড়া করতে নেমে ওপেনার বৈভব সূর্যবংশী দ্রুত দুই চার মেরে তৃতীয় বলেই আউট হয়ে ফেরেন। আইপিএলে সুযোগ পাওয়া এই তরুণ ব্যাটারের ধারাবাহিকতা এখন দলের চিন্তার কারণ। তবে অ্যারন জর্জ (৫৮*) এবং বিহান মলহোত্রার (৬১*) দুরন্ত জোড়া অর্ধশতরান ভারতকে অনায়াস জয় এনে দেয়।
রবিবারের ফাইনাল: রবিবার, ২১ ডিসেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। পাকিস্তান সেমিফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে। গ্রুপ পর্যায় ভারতকে একবার হারালেও, ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে মরিয়া টিম ইন্ডিয়া।