২০২৬ সালে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে বসতে চলেছে ফুটবল বিশ্বের সবথেকে বড় আসর। ৪৮টি দেশের এই মেগা টুর্নামেন্টের জন্য ফিফা এবার পুরস্কারমূল্যের অঙ্ক একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। ফিফার নতুন ঘোষণা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে যে দেশ চ্যাম্পিয়ন হবে, তারা পুরস্কার হিসেবে পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫০ কোটি টাকা ($50m)।
টাকার অংক বাড়ছে প্রতিবার: বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার প্রতিবারই বাড়ছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়:
২০২৬ (সম্ভাব্য): ৪৫০ কোটি টাকা।
২০২২ (আর্জেন্টিনা): ৩৭৯ কোটি টাকা ($42m)।
২০১৮ (ফ্রান্স): ৩৪৩ কোটি টাকা ($38m)।
পুরস্কারমূল্যের বিস্তারিত তালিকা (২০২৬)
আগামী বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৬৫৬৩ কোটি টাকা। এর বিভাজন নিম্নরূপ:
রানার্স-আপ: ২৯৭ কোটি টাকা।
তৃতীয় স্থান: ২৬১ কোটি টাকা।
চতুর্থ স্থান: ২৪৩ কোটি টাকা।
গ্রুপ পর্বে বিদায় (৩৩-৪৮তম স্থান): প্রত্যেকে ৮১ কোটি টাকা।
প্রস্তুতি খরচ: প্রতিটি দেশ অংশ নেওয়ার জন্য আলাদাভাবে ১৩ কোটি টাকা পাবে। অর্থাৎ, বিশ্বকাপ খেলতে যাওয়া যে কোনও দেশের জন্য ন্যূনতম ৯৪ কোটি টাকা নিশ্চিত।
ক্লাব বিশ্বকাপের কাছে নস্যি?
বিশ্বকাপের এই বিশাল অংক সত্ত্বেও ফুটবল মহলে বিতর্ক শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের পুরস্কারমূল্য নিয়ে। চলতি বছরের শুরুতে হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল প্যারিস সঁ জরমঁ (PSG)। তারা পেয়েছিল প্রায় ১১২৮ কোটি টাকা— যা ফুটবল বিশ্বকাপজয়ী দলের থেকে প্রায় আড়াই গুণ বেশি!
পার্থক্য: ক্লাব বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ছিল ৯০২৭ কোটি টাকা, যা মূল বিশ্বকাপের থেকে ২৪৬৪ কোটি টাকা বেশি। বিশেষজ্ঞদের মতে, ক্লাব ফুটবলের উচ্চ বেতন ও পরিকাঠামোর খরচের কারণেই ফিফা এই বৈষম্যমূলক অর্থ কাঠামো রেখেছে।