মাঠেই লুটিয়ে পড়লেন আম্পায়ার! সঞ্জু স্যামসনের বুলেট গতির শটে গুরুতর চোট, দক্ষিণ আফ্রিকায় তুলকালাম

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসনের একটি জোরালো শট সরাসরি গিয়ে লাগল অন-ফিল্ড আম্পায়ার রোহন পণ্ডিতের পায়ে। এই ঘটনায় সাময়িকভাবে খেলা থমকে যায় এবং উদ্বেগ ছড়িয়ে পড়ে দুই শিবিরের ক্রিকেটারদের মধ্যে।

কীভাবে ঘটল এই ঘটনা? ম্যাচের নবম ওভারে দক্ষিণ আফ্রিকার বোলার ডোনোভান ফেরেরার চতুর্থ বলে একটি সপাটে ড্রাইভ মারেন সঞ্জু স্যামসন। বলের গতি এতটাই বেশি ছিল যে আম্পায়ার রোহন পণ্ডিত নিজেকে সরিয়ে নেওয়ার সুযোগটুকু পাননি। বলটি সরাসরি তাঁর পায়ে এসে লাগে এবং তিনি যন্ত্রণায় মাঠেই শুয়ে পড়েন। সঞ্জু স্যামসন ও দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা দ্রুত তাঁর কাছে ছুটে যান। মাঠেই ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা করার পর রোহন ফের আম্পায়ারিং শুরু করেন।

সঞ্জুর ঝোড়ো ইনিংস: শুভমান গিলের অনুপস্থিতিতে এই ম্যাচে ওপেন করার সুযোগ পেয়েছিলেন সঞ্জু। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। মাত্র ২২ বলে ৩৭ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন সঞ্জু, যার মধ্যে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। তাঁর এই ব্যাটিং বিক্রমেই ভারত বড় রানের ভিত গড়ে ফেলে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy