ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তিন ফর্ম্যাটের লম্বা সিরিজের আজই শেষ দিন। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্চম তথা অন্তিম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে টিম ইন্ডিয়া আমেদাবাদে পৌঁছে গেলেও, দলের সহ-অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) খেলা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
গিলের চোট নিয়ে ধোঁয়াশা লখনউয়ে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ কুয়াশার কারণে ভেস্তে যাওয়ায় হারের হাত থেকে বেঁচেছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু সেই ম্যাচ হলেও গিল খেলতে পারতেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।
পায়ের পাতায় চোট: পিটিআই (PTI)-এর রিপোর্ট অনুযায়ী, শুভমন গিলের পায়ের পাতায় চোট রয়েছে। জল্পনা এমনও যে, তিনি হয়তো এই সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন।
বিসিসিআই-এর নীরবতা: গিলের চোট নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
একই সিরিজে বারবার চোটের কবলে
চলতি সিরিজে গিলের চোট পাওয়া যেন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ১. টেস্ট সিরিজে বিপর্যয়: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় ইডেনে ঘাড়ের পেশিতে চোট পান তিনি। স্টিফ নেক নিয়ে ব্যাট করতে নেমে সাইমন হার্মারের বলে শট মারতে গিয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর হাসপাতালে ভর্তি করতে হয়েছিল গিলকে। ২. সাদা বলের ক্রিকেটে অনুপস্থিতি: সেই চোটের কারণে গুয়াহাটি গেলেও তিনি ম্যাচ খেলতে পারেননি। এমনকি ওয়ানডে সিরিজ থেকেও তাঁকে বাইরে থাকতে হয়েছিল।
বিশ্বকাপের আগে দুশ্চিন্তা গিলের এই ঘনঘন চোট হওয়াটা ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সামনেই ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেতাব রক্ষার লড়াইয়ে ভারতের সহ-অধিনায়ক তথা ওপেনিংয়ের মূল স্তম্ভ শুভমন গিল যদি ফিট না থাকেন, তবে তা বড়সড় ধাক্কা হবে মেন-ইন-ব্লু-র জন্য।
আমেদাবাদে গিলের ঘরের মাঠ, সেখানে তিনি নামতে পারবেন কি না, তার উত্তর পাওয়া যাবে টসের ঠিক আগেই।