ইতিহাস গড়বে ২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের চূড়ান্ত ড্র আজ রাতে! মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্রের গ্রুপে কারা?

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে বিশ্বজুড়ে। বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রীড়া আসরের চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হতে চলেছে আজ, শুক্রবার রাতে। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস এখন তুঙ্গে, কারণ এই বিশ্বকাপটি ঐতিহাসিক হতে চলেছে—এই বছরই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

ওয়াশিংটন ডিসি-তে ড্র অনুষ্ঠান: আজ, ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এ এই হাই-ভোল্টেজ ড্র অনুষ্ঠিত হবে। এখান থেকেই নির্ধারিত হবে ৪৮টি দলের সব গ্রুপ এবং ম্যাচসূচি।

আগামী বছর বিশ্বকাপ আয়োজন করবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮টি দলকে মোট ১২টি গ্রুপে ভাগ করা হবে, প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। ড্রয়ের আগেই আয়োজক তিনটি দেশকে তাদের নির্দিষ্ট গ্রুপে রাখা হয়েছে: মেক্সিকো গ্রুপ ‘এ’, কানাডা গ্রুপ ‘বি’ এবং যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’।

এবারের আসরে আরও চারটি দল—কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তান—প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।

ড্র এবং নকআউট পর্বের বিন্যাস: ড্র পটে এক নম্বর স্থানে রয়েছে শীর্ষ ন’টি বাছাই করা দল (স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি) এবং তিনটি আয়োজক দেশ। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউটে (Round of 32) উঠবে। সঙ্গে থাকবে আটটি সেরা তৃতীয়-স্থানের দল, যা থেকে তৈরি হবে ‘রাউন্ড অফ ৩২’। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই।

কোথায় দেখা যাবে ড্র?

তারিখ: ৫ ডিসেম্বর

সময়: রাত ১০:৩০ (ভারতীয় সময়)

স্থান: কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস, ওয়াশিংটন ডিসি।

লাইভ স্ট্রিমিং: ভারতে কোনও টিভি চ্যানেল ড্র-টি লাইভ সম্প্রচার করবে না। তবে ফ্যানরা ফিফা+ অ্যাপ এবং ফিফা বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ড্র সরাসরি দেখতে পারবেন।

ড্র অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy