প্রথম ওয়ান ডে ম্যাচে রাঁচিতে শাহিদ আফ্রিদির আন্তর্জাতিক ওয়ান ডেতে সবচেয়ে বেশি ছক্কা মারার সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (India vs South Africa) রায়পুরে আরও একটি ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ‘হিটম্যান’।
গত ম্যাচে রোহিত ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের গণ্ডি পার করতে তাঁর দরকার আর মাত্র ৪১ রান। আজ রায়পুরে এই রান করতে পারলেই তিনি মাত্র চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে এই এলিট লিস্টে প্রবেশ করবেন।
এলিট লিস্টে কারা আছেন?
এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার বা তার বেশি রান করেছেন কেবল তিনজন:
সচিন তেন্ডুলকর
বিরাট কোহলি
রাহুল দ্রাবিড়
এই মাইলফলকের আগে রোহিত এখনও পর্যন্ত মোট ৫০৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর মোট সংগ্রহ ১৯,৯৫৯ রান, যা ৪২.৪৬ গড়ে করা। তিনি ৫০টি শতরানের পাশাপাশি ১১০টি অর্ধশতরানও করেছেন।
রায়পুরের শহীদ বীরনারায়ণ সিংহ স্টেডিয়ামের রেকর্ড
বুধবার, ৩ ডিসেম্বর দিনরাতের এই ম্যাচটি শহীদ বীরনারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে। এই মাঠে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই ভারতীয় দলের:
প্রথম ম্যাচ: এই মাঠে খেলা একমাত্র ওয়ান ডে ম্যাচে ভারত নিউজ়িল্যান্ডকে মাত্র ১০৮ রানে অল আউট করে দিয়েছিল এবং ২০ ওভারের মধ্যেই আট উইকেট হাতে রেখে জয় পেয়েছিল।
টি-টোয়েন্টি রেকর্ড: এছাড়া এই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচেও ২০ রানে জয় পেয়েছিল ভারতীয় দল।
পিচ রিপোর্ট: বোলারদের জন্য স্বস্তির খবর
রায়পুরের এই মাঠের পিচ সম্পূর্ণভাবে ব্যাটিং সহায়ক নয়, বরং বেশ ভারসাম্যযুক্ত। পিচ থেকে স্পিনার এবং ফাস্ট বোলার, উভয়েই বেশ খানিকটা সহায়তা পান। তাই আজ ভারত এই মাঠে তিনে তিন করে জয় পায় কি না এবং রোহিত তাঁর ঐতিহাসিক ৪১ রান পূর্ণ করতে পারেন কি না, সেদিকেই সকলের নজর থাকবে।