সিরিজ জয়ের লক্ষ্যে আজ রায়পুরে ভারত, দ্বিতীয় ওয়ান ডে-তে দুই দলেই কি আসছে বড় পরিবর্তন?

রাঁচিতে টানটান প্রথম ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। সিরিজ জয়ের লক্ষ্য়ে আজ, বুধবার, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে রায়পুরে (Raipur) মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের একাদশেই কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার একাদশ: ফিরছেন বাভুমা ও মহারাজ?

প্রথম ওয়ান ডে-তে দক্ষিণ আফ্রিকা তাদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা এবং ফ্রন্টলাইন স্পিনার কেশব মহারাজকে বিশ্রাম দিয়েছিল। আজকের ম্যাচে এই দুই তারকা ক্রিকেটারেরই প্রোটিয়া একাদশে ফেরার সম্ভাবনা প্রবল।

কেশভ মহারাজ: প্রেনেলান সুব্রায়েনের বদলে মহারাজকে একাদশে দেখা যেতে পারে, যা স্পিন বিভাগে শক্তি যোগ করবে।

তেম্বা বাভুমা: বাভুমার ক্ষেত্রে সিদ্ধান্তটি খানিকটা কঠিন। গত ম্যাচে কুইন্টন ডিকক এবং রায়ান রিকেলটন—দুই কিপার-ব্যাটারই ওপেন করেছিলেন। ডিকক ফর্মে থাকায়, রিকেলটন বা ডেওয়াল্ড ব্রেভিসের বদলে মিডল অর্ডারে বাভুমাকে খেলানো হতে পারে।

ভারতীয় একাদশ: পন্থকে কি সুযোগ দেবে দল?

প্রথম ম্যাচে জয় আসায় ভারতীয় একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। তবে কিছু জায়গায় বদলের সুযোগ রয়েছে।

ঋষভ পন্থের সুযোগ: রুতুরাজ গায়কোয়াড় মিডল অর্ডারে সুযোগ পেলেও বড় রান পাননি। অপরদিকে, ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার হয়েও বল হাতে তেমন ওভার করেননি। সেক্ষেত্রে সুন্দরের বদলে আরেক বাঁ-হাতি ঋষভ পন্থকে মিডল অর্ডারে সুযোগ দিয়ে দেখা হতে পারে।

বদলের ঝুঁকি কম: যেহেতু ভারত গত ম্যাচে জিতেছে, তাই টিম ইন্ডিয়া একটি সুযোগ দেওয়ার পরেই সুন্দরদের বদল করতে তেমন আগ্রহী নাও হতে পারে। ফলে রাঁচির মতো একাদশ নিয়েই রায়পুরে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে।

নজরে দুই ফাস্ট বোলার

দ্বিতীয় ওয়ান ডে-তে দুই দলের হয়েই ফাস্ট বোলারদের দিকে নজর থাকবে।

হর্ষিত রানা (ভারত): প্রথম ওয়ান ডে-তে স্বল্প সময়ের জন্য বল সুইং হলেও তিনি ডিকক এবং রিকেলটন—দুই ওপেনারকেই সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন। তিনি ম্যাচে মোট তিন উইকেট নিয়েছিলেন।

নান্দ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা): প্রোটিয়াদের হয়ে নান্দ্রে বার্গারও নতুন বলে সাফল্য এনে দিয়েছিলেন। বাঁ-হাতি এই ফাস্ট বোলারের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডারের সমস্যা নতুন নয়। তাই এই ম্যাচে তিনিও ফোকাসে থাকবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy