ঘরের মাঠে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) খেতাব রক্ষার লড়াই শুরুর আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিতে নেমে পড়ল বিসিসিআই। আগামী শনিবার মুম্বইয়ের বিসিসিআই সদর দফতরে নির্বাচকদের মেগা বৈঠক বসতে চলেছে। এই বৈঠকেই আসন্ন নিউজিল্যান্ড সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে।কেন কিউয়ি সিরিজ এত গুরুত্বপূর্ণ?নির্বাচক কমিটি সূত্রে খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল এবং বিশ্বকাপের মূল ১৫ জনের স্কোয়াড একই থাকবে। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ, তাই এখান থেকেই বিশ্বজয়ের সেরা কম্বিনেশন বেছে নিতে চাইছেন প্রধান কোচ গৌতম গম্ভীর।বৈঠকে থাকছেন কারা?অধিনায়ক ও কোচ: টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান কোচ গৌতম গম্ভীর এই বৈঠকে সরাসরি উপস্থিত থাকবেন।নির্বাচক প্রধান: দল নির্বাচনের পর সাংবাদিক বৈঠকে বসবেন প্রধান নির্বাচক অজিত আগরকর। সেখানে তাঁর সঙ্গে দেখা যেতে পারে তরুণ তারকা শুভমন গিলকে।নতুন বছরে কিউয়ি সফরের সময়সূচীআগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘরোয়া সিরিজ শুরু হচ্ছে। বিশ্বকাপের কথা মাথায় রেখে ওডিআই-এর পাশাপাশি রাখা হয়েছে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ:ফরম্যাটম্যাচের তারিখওডিআই (৩টি)১১ জানুয়ারি, ১৪ জানুয়ারি ও ১৮ জানুয়ারিটি-টোয়েন্টি (৫টি)২১, ২৩, ২৫, ২৮ ও ৩১ জানুয়ারি
Home
SPORTS
শনিবারই বিশ্বকাপের দল ঘোষণা! কিউয়ি সিরিজের ভাগ্যেই ঠিক হবে ভারতের ‘বিশ্বকাপ ১৫’, বড় চমক দেবেন গম্ভীর?