আইপিএল ২০২৬-এর নিলামের টেবিল থেকে বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রেকর্ড ৯ কোটি ২০ লক্ষ টাকায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে শাহরুখ খানের দল। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের ইতিহাসে এটিই সর্বোচ্চ দর। কেকেআরের বোলিং বিভাগের প্রধান অস্ত্র হতে চলেছেন ‘ফিজ’। তবে এই খুশির খবরের মাঝেই শোনা যাচ্ছে এক আশঙ্কার কথা— গোটা আইপিএলে হয়তো তাঁকে পাওয়া যাবে না।
কেন মাঝপথে ছুটি নিতে হবে মুস্তাফিজুরকে? সূত্রের খবর অনুযায়ী, আগামী আইপিএল মরশুম শুরু হতে পারে ২৬ মার্চ থেকে, যা চলবে ৩১ মে পর্যন্ত। আর ঠিক এই সময়ের মধ্যেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ চলায় মুস্তাফিজুরকে নিয়ে টানাটানি শুরু হয়েছে।
কয়টি ম্যাচে পাওয়া যাবে না ফিজকে? রিপোর্ট অনুযায়ী, ১৬ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকতে পারবেন না মুস্তাফিজুর। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বিসিবি তাঁকে দেশে তলব করতে পারে। তবে নাইট সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, বিসিবি তাঁকে ওয়ানডে সিরিজ থেকে অব্যাহতি দিতে পারে। সেক্ষেত্রে টি-টোয়েন্টি সিরিজ খেলেই আবার কেকেআর শিবিরে যোগ দেবেন তিনি।
নিলামে কেকেআরের ‘মাস্টারস্ট্রোক’
মুস্তাফিজুর ছাড়াও এবার নিলামে কোমর বেঁধে নেমেছিল কেকেআর। দলে নিয়েছে একঝাঁক তারকাকে:
রাচিন রবীন্দ্র: মাত্র ২ কোটি টাকার বেস প্রাইসে কিউয়ি অলরাউন্ডারকে তুলে নেওয়া বড় সাফল্য।
বিগ বাজেট প্লেয়ার: ক্যামেরন গ্রিন এবং মাথিশা পাথিরানার মতো গেম-চেঞ্জারদের জন্য বিশাল অর্থ খরচ করেছে নাইট ম্যানেজমেন্ট।
বাংলার ঘরের ছেলে: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলার পেসার আকাশ দীপকে ১ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর।
একনজরে কেকেআরের পূর্ণাঙ্গ স্কোয়াড:
রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল (রিটেইন), অজিঙ্ক রাহানে, মণীশ পাণ্ডে, ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, ফিন অ্য়ালেন, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ, হর্ষিত রানা, বৈভব আরোরা, উমরান মালিক, রভম্যান পাওয়েল প্রমুখ।