ইউনাইটেড ওয়ার্ল্ড স্পোর্টস অ্যান্ড ফিটনেস ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ সোনা জিতে দেশকে এক বিশাল গর্বের মুহূর্ত উপহার দিলেন কলকাতার অদিতি নন্দী। থাইল্যান্ডের পাটায়ায় অনুষ্ঠিত মাস্টার্স ওয়ান ইভেন্টে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অদিতি নন্দীর এই অবিশ্বাস্য জয় আন্তর্জাতিক স্তরে ভারতের ফিটনেস এবং স্পোর্টস পারফরম্যান্সের মানকে আরও উঁচু করল। বিশেষ করে মাস্টার্স ইভেন্টে তাঁর এই সাফল্য প্রমাণ করে যে শারীরিক ফিটনেসের ক্ষেত্রে বয়স নিছকই একটি সংখ্যা।
সোনার পদক জিতে কলকাতায় ফেরার পর এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হন এই ‘পাওয়ার গার্ল’। তিনি তাঁর কঠোর পরিশ্রম, প্রস্তুতি এবং এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্যের নেপথ্যের কাহিনী তুলে ধরেন। অদিতির এই জয় ভারতের তরুণ প্রজন্মের ফিটনেসপ্রেমীদের কাছে এক বড় অনুপ্রেরণা।