ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ (শুক্রবার) রাতে জানা যাবে আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) পূর্ণাঙ্গ সূচি। এই প্রথমবার ফুটবলের ইতিহাসে ৪৮টি দল বিশ্বকাপে অংশ নিতে চলেছে, যা টুর্নামেন্টের বিন্যাস ও প্রতিদ্বন্দ্বিতায় আনতে চলেছে ঐতিহাসিক পরিবর্তন।ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ভারতীয় সময় রাত ১০:৩০ মিনিটে গ্রুপ পর্বের ড্র শুরু হবে। ফিফা (FIFA) এই মেগা ইভেন্টটি সরাসরি সম্প্রচার করবে $FIFA.com$ এবং ফিফার ইউটিউব চ্যানেলে। জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এই ড্র অনুষ্ঠিত হবে।ড্রয়ের পদ্ধতি এবং পট বিন্যাস:ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৪৮টি দলকে চারটি পটে (প্রতিটিতে ১২টি করে দল) ভাগ করা হয়েছে। এই চারটি পট থেকে একটি করে দল নিয়ে মোট ১২টি গ্রুপে (প্রতি গ্রুপে চারটি দল) বিন্যস্ত করা হবে। এই ড্র-এর মাধ্যমে ফাইনালের আগে যাতে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলি মুখোমুখি না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যেমন— র্যাঙ্কিংয়ে ১ ও ২ নম্বরে থাকা স্পেন এবং আর্জেন্টিনা, এবং ৩ ও ৪ নম্বরে থাকা ফ্রান্স ও ইংল্যান্ড ফাইনালের আগে মুখোমুখি হবে না। একইসঙ্গে, কনমেবল (CONMEBOL) অঞ্চলের দুই দল ব্রাজিল এবং আর্জেন্টিনাকে একই গ্রুপে রাখা হবে না।পট বিন্যাস এক ঝলকে:পট ১ (আয়োজক ও শীর্ষ র্যাঙ্কড): কানাডা, মেক্সিকো, আমেরিকা, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানি।পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া রিপাবলিক, ইকুয়েডর, অস্ট্রিয়া এবং অস্ট্রেলিয়া।পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজিরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, টিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব এবং দক্ষিণ আফ্রিকা।পট ৪: জর্ডন, কাবো ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ এ, বি, সি, ডি এবং ফিফা প্লে-অফ টুর্নামেন্ট ১, ২-এর দলগুলি।আগামী বছরের ১১ জুন থেকে শুরু হয়ে এই বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮টি দলের মধ্যে ৪২টি দল ইতিমধ্যে যোগ্যতা অর্জন করেছে, বাকি ৬টি দল প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
Home
SPORTS
ট্রাম্পের উপস্থিতিতে ওয়াশিংটনে ভাগ্য নির্ধারণ! ফাইনালের আগে মুখোমুখি হবে না স্পেন-আর্জেন্টিনা? পটে কারা, কারা?