“আমার উড়ান এখনই মাটিতে নামবে না!” অবসর জল্পনা উড়িয়ে বিস্ফোরক রোহিত শর্মা

৩৮ বছর বয়সে এসে ওডিআই ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন রোহিত শর্মা। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওডিআই ফরম্যাটে তাঁর জয়যাত্রা অব্যাহত। ২০২৫ সালে ১৪টি ম্যাচে ৬৫০ রান করার পর, এবার বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে মাঠে নামার অপেক্ষায় তিনি। তবে তার আগে গুরুগ্রামের এক অনুষ্ঠানে নিজের অবসর নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন ‘হিটম্যান’। নিজের কেরিয়ারকে বিমানের সাথে তুলনা করে তিনি বলেন, “আমার উড়ান অনেক উঁচুতে পাড়ি দিয়েছে, এখনই তা নীচে নামুক আমি চাই না। আরও উড়তে চাই আমি।”

রোহিত এদিন এক বিস্ফোরক স্বীকারোক্তিও করেন। তিনি জানান, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর তিনি এতটাই বিধ্বস্ত ছিলেন যে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। রোহিতের কথায়, “বিশ্বকাপ না হওয়ায় আমি পুরো ভেঙে পড়েছিলাম, শরীরে আর শক্তি ছিল না।” তবে সেই ধাক্কা কাটিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তাঁর অধিনায়কত্বেই। এখন তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, আর সেই লক্ষ্যেই তাঁর ‘উড়ান’ জারি থাকছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy