রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম একদিনের ম্যাচে ফের একবার জ্বলে উঠল টিম ইন্ডিয়ার দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাট। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের দুর্দান্ত পার্টনারশিপের সুবাদে ভারত ১৭ রানে জয়লাভ করে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল।
কোহলি (৫২তম ওডিআই সেঞ্চুরি) এবং রোহিত (ঝকঝকে হাফ-সেঞ্চুরি) দ্বিতীয় উইকেটে শতরানের পার্টনারশিপ গড়ে ভারতকে ৫০ ওভারে ৩৪৯/৮-এ পৌঁছে দেন। জবাবে, কুলদীপ যাদব (৪/৬৮) এবং হর্ষিত রানার (৩/৬৫) দুরন্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা ৪৯.২ ওভারে ৩৩২ রানে অলআউট হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় জল্পনা: ‘IYKYK’ পোস্ট নিয়ে শোরগোল
এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে যখন ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে, ঠিক তখনই কোহলির দিদি ভাবনা কোহলি ধিংরা সোশ্যাল মিডিয়ায় বিরাট ও রোহিতের ছবি দিয়ে একটি রহস্যময় পোস্ট করেছেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন ‘IYKYK’, যার অর্থ “If You Know, You Know”। ইন্টারনেটের এই জনপ্রিয় শব্দটি সাধারণত কোনো গোপন বা অভ্যন্তরীণ বার্তা বোঝাতে ব্যবহৃত হয়।
এই পোস্টটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। ফ্যানরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে এই দুই সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্স এবং ২০২৭ বিশ্বকাপ দলে তাদের থাকা নিয়ে যে সমালোচনা চলছিল, এটি তারই নীরব জবাব। অনেকেই বলছেন, অস্ট্রেলিয়া সফরের শেষ ওডিআই থেকে শুরু করে রাঁচিতেও তাঁরা যে ধারাবাহিক ফর্ম দেখালেন, তাতে তাঁদের দলে থাকা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না।
এই পরিস্থিতিতে, শোনা যাচ্ছে BCCI খুব শীঘ্রই সিনিয়র প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে কমিউনিকেশন গ্যাপ মেটাতে একটি জরুরি মিটিং ডাকতে পারে। দ্বিতীয় ওডিআইতে ভারত ও দক্ষিণ আফ্রিকা বুধবার মুখোমুখি হবে।