বক্সিং-ডে’তে চরম বৈপরীত্য! কোহলির ব্যাটে রানের সুনামি, উত্তরাখণ্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট রোহিত

বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তন ম্যাচেই জোড়া সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের দুই মহারথী— রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে শুক্রবার দ্বিতীয় ম্যাচে এক অনন্য বৈপরীত্যের সাক্ষী থাকল ভক্তরা। একদিকে যেখানে বিরাট কোহলির ব্যাটে রানের ফুলঝুরি দেখা গেল, সেখানে মুম্বইয়ের হয়ে হতাশ করলেন ‘হিটম্যান’ রোহিত শর্মা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ওভারেই শূন্য রানে ফিরলেন তিনি।

গত বুধবার সিকিমের বিরুদ্ধে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রোহিত। কিন্তু এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে দেবেন্দ্র সিং বোরার শর্ট বল হুক করতে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়ে বসেন তিনি। ‘গোল্ডেন ডাক’ হয়ে রোহিত ড্রেসিংরুমে ফেরায় মুম্বইয়ের ব্যাটিং লাইনআপে শুরুতেই ধস নামে। অন্যদিকে, বেঙ্গালুরুতে দিল্লির হয়ে নিজের ফর্ম ধরে রাখলেন বিরাট কোহলি। আগের ম্যাচে ১৩১ করার পর এদিন ৬১ বলে ৭৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ১৩টি চার ও একটি ছক্কায় সাজানো কোহলির এই ইনিংস দিল্লির স্কোরবোর্ডকে মজবুত করে। তবে শেষ পর্যন্ত বিশাল জয়সওয়ালের বলে স্টাম্পড হয়ে আউট হন তিনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ধরলে এটি বিরাটের টানা পঞ্চম হাফ-সেঞ্চুরি। উল্লেখ্য, এই টুর্নামেন্টেই সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ১৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ২০২৭ বিশ্বকাপের ভাবনায় থেকে বোর্ড এবার তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দিয়েছিল। সেই মেনেই মুম্বই ও দিল্লির হয়ে প্রথম দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন রোহিত ও বিরাট। পরবর্তী ম্যাচগুলিতে তাঁরা খেলবেন কি না, এখন সেটাই দেখার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy