ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) সরিয়ে ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) দায়িত্ব দেওয়া হচ্ছে—গত কয়েকদিন ধরে চলা এই তীব্র জল্পনায় জল ঢালল বিসিসিআই (BCCI)। মঙ্গলবার বোর্ডের শীর্ষকর্তারা স্পষ্ট জানিয়ে দিলেন, কোচ বদলের কোনও পরিকল্পনাই আপাতত নেই। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং সহ-সভাপতি রাজীব শুক্লা উভয়েই গম্ভীরের ওপর আস্থা প্রকাশ করেছেন। রাজীব শুক্লা সংবাদমাধ্যমকে বলেন, “গৌতম গম্ভীরকে নিয়ে অযথা জল্পনা ছড়ানো হচ্ছে। সচিব স্পষ্ট করে দিয়েছেন, গম্ভীরকে সরানোর বা নতুন কাউকে কোচ করার কোনও ভাবনা আমাদের নেই।”
টেস্ট ক্রিকেট থেকে দীর্ঘ বিরতি আশ্চর্যের বিষয় হলো, ভারতীয় দল আগামী প্রায় আট মাস কোনও টেস্ট ম্যাচ খেলবে না। ২০২৬ সালের অগাস্টের আগে সাদা পোশাকে মাঠে নামবে না টিম ইন্ডিয়া। অগাস্টে শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত, যার পর নিউজিল্যান্ড সফর রয়েছে। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) লড়াইয়ে ভারতের শেষ পরীক্ষা হবে ২০২৭-এর শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে। বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচটি টেস্ট খেলবে ভারত।
ফাইনালে ওঠার অঙ্ক এখন ‘হিমালয়’ জয়ের সমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুইবার ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি ভারত। গতবার ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। এবার লর্ডসের টিকিট পেতে হলে ভারতকে বাকি ৯টি টেস্টের মধ্যে অন্তত ৭টিতে জিততে হবে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে এই লক্ষ্যপূরণ প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ব্যর্থতার আশঙ্কার কারণেই গম্ভীরের কোচিং ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে বিসিসিআই-এর অভয়বাণী আপাতত গম্ভীরের চেয়ার সুরক্ষিত রাখল।