কিং কোহলির জোড়া সেঞ্চুরিতে রেকর্ড বন্যা! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা তৃতীয় সেঞ্চুরি, স্পর্শ করলেন সচিন তেন্ডুলকরকে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম দুটো ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে কিং কোহলি রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন। রাঁচিতে প্রথম ম্যাচে ১৩৫ এবং রায়পুরে দ্বিতীয় ম্যাচে ১০২ রানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গে তিনি একাধিক মাইলফলক স্পর্শ করেছেন।

বিরাট কোহলির গড়া প্রধান রেকর্ডসমূহ:
১. টানা তৃতীয় সেঞ্চুরি: * ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি দিয়ে এই ধারা শুরু হয়েছিল। রাঁচি এবং রায়পুরের সেঞ্চুরি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়াহ ডে ক্রিকেটে এটি তাঁর টানা তৃতীয় সেঞ্চুরি।

২. সচিনকে স্পর্শ: * কোহলি মোট ৩৪টি ভিন্ন ভিন্ন মাঠে ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি করার নজির গড়লেন। এর মাধ্যমে তিনি এই তালিকায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে স্পর্শ করলেন, যিনিও ৩৪টি মাঠে সেঞ্চুরি করেছিলেন।

৩. পরপর দুই ইনিংসে সর্বাধিক সেঞ্চুরি: * ওয়ান ডে ক্রিকেটে এটি কোহলির ১১তম বার পরপর দুটি ইনিংসে সেঞ্চুরি করার নজির। * এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স, যিনি ৬ বার এই কীর্তি গড়েছিলেন।

৪. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড স্পর্শ: * দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে এটি কোহলির সপ্তম সেঞ্চুরি। * তিনি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের (৭টি সেঞ্চুরি) নজির স্পর্শ করলেন, যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই-তে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ড।

৫. একাধিক প্রতিপক্ষের বিরুদ্ধে ৭+ সেঞ্চুরি: * শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৯টি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮টি সেঞ্চুরি রয়েছে কোহলির। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ৭টি সেঞ্চুরি হলো। * ওয়ান ডে ক্রিকেটে একাধিক প্রতিপক্ষের বিরুদ্ধে অন্তত সাতটি করে সেঞ্চুরি করার নজির বিশ্বে একমাত্র কোহলি ছাড়া সচিন তেন্ডুলকরের (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮টি) রয়েছে।

৬. তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি: * রায়পুরের ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে তৃতীয় উইকেটে ১৯৫ রান যোগ করেন কোহলি। * দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে যে কোনও উইকেটে এটি এখন ভারতের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১০ সালে গ্বালিয়রে সচিন ও দীনেশ কার্তিকের গড়া ১৯৪ রানের রেকর্ডটি ভেঙে গেল।

৭. ওয়ান ডে তে ৫৩ সেঞ্চুরি: * ওয়ান ডে ফর্ম্য়াটে কোহলি এখন ৫৩ সেঞ্চুরির মালিক। এই রেকর্ড তাঁকে বিশ্বের অন্য সব ক্রিকেটারের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy