৩১ নম্বর জাতীয় সড়কে শ্মশানের স্তব্ধতা! ঘন কুয়াশায় ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ডুয়ার্স জুড়ে জাঁকিয়ে বসা শীত আর তার সঙ্গে ঘন কুয়াশা—এই দুইয়ের জোড়া ফলায় ফের রক্তাক্ত হলো জাতীয় সড়ক। শনিবার সকালে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের গরমবস্তি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের। দৃশ্যমানতা কম থাকায় একটি ছোট গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ১২ চাকার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, ছোট গাড়িটি খেলনার মতো দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি ছোট গাড়িতে করে তিনজন হাসিমারা থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিলেন। সকালের দিকে গরমবস্তি এলাকায় কুয়াশার দাপট এতটাই বেশি ছিল যে কয়েক হাত দূরের রাস্তাও পরিষ্কার দেখা যাচ্ছিল না। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সজোরে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে উল্টে যায় এবং ছোট গাড়িটি পিষে যায়।

উদ্ধারকাজ ও প্রশাসনের ভূমিকা: শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। গাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতি আউটপোস্টের পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাকবলিত যান দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ডুয়ার্স অঞ্চলে গত কয়েকদিন ধরে বেলা ১০টা পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকছে। এই পরিস্থিতিতে জাতীয় সড়কে গাড়ি চালানো বিপজ্জনক হয়ে ওঠায় গভীর উদ্বেগে চালক ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ বারবার কুয়াশায় গতি নিয়ন্ত্রণের কথা বললেও এমন মর্মান্তিক দুর্ঘটনা রোখা সম্ভব হলো না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy