৩৫ বছর আগে একটি কিশোরের একা বাড়িতে চোর ধরার মজার লড়াই মাতিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। ‘হোম অ্যালোন’ সিনেমার সেই স্মৃতিকে এবার এক অনন্য উচ্চতায় নিয়ে গেল ডিজনি প্লাস এবং হুলু। সিনেমার সেই বিখ্যাত বাড়িটির অবিকল নকল তৈরি করা হয়েছে, তবে ইট-পাথর দিয়ে নয়, বরং সুস্বাদু ‘জিঞ্জার ব্রেড’ দিয়ে!
হলিউডে তৈরি এই বিশালাকার বাড়িটি এখন আলোচনার তুঙ্গে। এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় ৩,৩৩০ কেজি ময়দা, ৬৬০০টি ডিম এবং ৭৫ লিটার ভোজ্য আঠা। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে, এই বাড়িটি উচ্চতায় ২২ ফুট, লম্বায় ৩৪ ফুট এবং চওড়ায় ৫৮ ফুট। মশলাযুক্ত কেক জাতীয় এই জিঞ্জার ব্রেড দিয়ে তৈরি বাড়িটি সম্পূর্ণ ভক্ষণযোগ্য। নিখুঁত কারুকার্য এবং অসামান্য আলোকসজ্জার মাধ্যমে এটিকে জীবন্ত করে তোলা হয়েছে।
এই বিশাল সৃষ্টিটি তৈরি করতে সময় লেগেছে টানা ৮ দিন। এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম জিঞ্জার ব্রেড হাউস হিসেবে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে। ‘হোম অ্যালোন’-এর ৩৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ডিজনির এই চোখধাঁধানো প্রয়াস এখন নেটদুনিয়ায় ভাইরাল। সিনেমার সেই ছোট্ট কেভিন ম্যাককালিস্টারের বাড়ির এমন মিষ্টি রূপ দেখে মুগ্ধ আট থেকে আশি।