২০,৯৯৯ টাকায় শুরু বিক্রি! Nothing Phone (3a) Lite-এ ICICI ব্যাঙ্কে ১০০০ টাকা ছাড়, জানুন স্পেসিফিকেশন

ভারতে চলতি বছর ২৭ নভেম্বর লঞ্চ হওয়ার পর এবার শুরু হলো Nothing Phone (3a) Lite মডেলের বিক্রি। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ছাড়াও এই ফোন কেনা যাচ্ছে বিজয় সেলস, ক্রোমা এবং অন্যান্য রিটেল স্টোর থেকে। নতুন মডেলটিতে শক্তিশালী MediaTek Dimensity 7300 Pro চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট।দাম এবং অফার (একনজরে):ভ্যারিয়েন্টদাম (টাকা)ব্যাঙ্ক ডিসকাউন্ট-সহ দাম (ICICI/OneCard)৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ২০,৯৯৯১৯,৯৯৯ (১,০০০ টাকা ছাড়)৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ২২,৯৯৯২১,৯৯৯ (১,০০০ টাকা ছাড়)ব্যাঙ্ক অফার: ICICI ব্যাঙ্ক এবং OneCard ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে উভয় ভ্যারিয়েন্টে ক্রেতারা ১,০০০ টাকা ছাড় পাবেন।অতিরিক্ত ক্যাশব্যাক: ফ্লিপকার্ট Axis Bank Flipkart ডেবিট কার্ড এবং Flipkart SBI ক্রেডিট কার্ডে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে (যথাক্রমে ৭৫০ টাকা ও ৪০০০ টাকা পর্যন্ত)।এক্সচেঞ্জ অফার: পুরোনো স্মার্টফোনের বিনিময়ে ১৭,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকছে।রঙ: ফোনটি কালো, নীল, এবং সাদা – এই তিন রঙে কেনা যাচ্ছে।Nothing Phone (3a) Lite-এর গুরুত্বপূর্ণ ফিচার:ফিচারবিবরণডিসপ্লে৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনযুক্ত ফ্লেক্সিবল AMOLED স্ক্রিন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট।প্রসেসরMediaTek Dimensity 7300 Pro চিপসেট।ক্যামেরা (রেয়ার)ট্রিপল ক্যামেরা ইউনিট: ৫০ মেগাপিক্সেল মেন সেনসর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি অতিরিক্ত সেনসর।ক্যামেরা (ফ্রন্ট)১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেনসর।ব্যাটারি ও চার্জিং৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং, এবং ৫ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট।সিম ও ওএসডুয়াল সিমের (ন্যানো+ন্যানো) সাপোর্ট, Android 15 সাপোর্ট।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy