আগামী বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2027) প্রায় দু’বছর আগে ব্যাপক রাজনৈতিক রদবদল ঘটল বিজেপি শাসিত গুজরাটে। পূর্বঘোষিত শুক্রবার সকালেই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হলো। এই নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে সবচেয়ে চর্চিত নাম—ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিবাবা জাডেজা (Rivaba Jadeja)।
এদিন সকালেই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত-এর সঙ্গে দেখা করে নয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের অনুরোধ জানান। জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় গান্ধীনগরের মহাত্মা মন্দিরে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডার উপস্থিত থাকার কথা।
কেন এত বড় রদবদল?
বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বিজেপি শাসিত গুজরাটের সমস্ত মন্ত্রীরা পদত্যাগ করেন। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মন্ত্রিসভার ১৬ জন সদস্য (৮ জন ক্যাবিনেট ও বাকি রাষ্ট্রমন্ত্রী) একযোগে ইস্তফা দেন।
বিজেপি সূত্রে খবর, এই ব্যাপক রদবদলের কারণ হলো ভোটের দু’বছর আগেই মন্ত্রিসভায় নতুন তরতাজা মুখ আনা এবং জাত ও আঞ্চলিক প্রতিনিধিত্বের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা। শোনা যাচ্ছে, মাত্র ৫-৬ জন মন্ত্রী ফের দায়িত্ব ফিরে পাবেন, তবে সকলেরই দফতর বদল হতে পারে। সাধারণত, বিধানসভা ভোটের আগে স্বচ্ছ ভাবমূর্তির, কলঙ্কমুক্ত ও জাতভিত্তিক একজনকে মুখ্যমন্ত্রী করে দল সরকার বিরোধী হাওয়াকে উল্টোদিকে ঘোরানোর চেষ্টা করে।
রিবাবা জাডেজার উত্থান
মন্ত্রিসভার এই খোলনলচে বদলে দেওয়া সম্প্রসারণে অন্যতম উল্লেখযোগ্য সংযোজন হলেন রিবাবা। ২০১৯ সালে ভারতীয় জনতা দলে যোগ দেন তিনি। ২০২২ সালের বিধানসভা ভোটে তিনি উত্তর জামনগর কেন্দ্র থেকে প্রার্থী হন এবং ৫০,০০০ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন। সেই সময় তাঁর ধর্মপত্নীর হয়ে প্রচার করেছিলেন অজয় জাডেজাও। এই ভোটে রিবাবা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির প্রার্থীকে পরাজিত করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নতুন মন্ত্রিসভা গঠন ২০২৭ সালের ভোটের আগে গুজরাটে বিজেপির ভবিষ্যৎ সংগঠন শক্তি গঠনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।