‘২০২৬-এর ভোটের দামামা’! ৬টি ভাষায় ‘উন্নয়নের পাঁচালি’ রিপোর্ট কার্ড প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে। ভোটার তালিকা সংশোধনের (SIR) আবহেই এবার বাংলার উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে নবান্নে একটি বিশেষ বৈঠক শেষে তিনি এই ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী জানান, এই রিপোর্ট কার্ডটি মোট ছ’টি ভাষায় প্রকাশ করা হচ্ছে। এটিকে তিনি ‘উন্নয়নের পাঁচালি’ বলে উল্লেখ করেন।

বিশেষ গান ও পুরনো দিনের গৌরব:

এই উপলক্ষে একটি বিশেষ গানও তৈরি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগে মা-বোনেরা পাঁচালি গাইতেন। আগের দিনের গৌরবকে আমরা তুলে এনেছি। বাংলার মনীষীদের ছোঁয়া তাতে থাকছে। ইমন এই গান করেছেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার মানুষ সরকারকে কাজ করার সুযোগ দিয়েছে। ১৪ বছর ৬ মাস ধরে কাজ করেছি। এটা আমাদের দায়িত্ব আমরা কী কাজ করেছি, সেটা মানুষের সামনে তুলে ধরার।”

উন্নয়নের প্রধান পরিসংখ্যান:

রিপোর্ট কার্ডে রাজ্যের ১৪ বছরের কাজের অর্থনৈতিক ও সামাজিক সাফল্যের একটি চিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া প্রধান পরিসংখ্যানগুলি নিম্নরূপ:

অর্থনৈতিক সাফল্য: ২০১১ সালের তুলনায় এখন অর্থনৈতিক সাফল্য ভালো। ৫.৩১% অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে।

সামাজিক খাতে খরচ: সোশ্যাল সেক্টরে ১৪.৪৬% খরচ বেড়েছে।

কৃষি খাতে খরচ: কৃষি খাতে ৯%-এর বেশি খরচ বেড়েছে।

দারিদ্র দূরীকরণ: রাজ্যে এক কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার বাইরে নিয়ে আসা হয়েছে।

কর্মসংস্থান: রাজ্যে ২ কোটির বেশি কর্মসংস্থান হয়েছে।

ভবিষ্যত কর্মসংস্থান: ইকনমিক করিডর থেকে আরও ১ লক্ষ লোক চাকরি পাবে এবং দেউচাতে এক লক্ষ চাকরি হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy