মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প বা মনরেগা-র নামবদল ও কাঠামো পরিবর্তন নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে এই প্রকল্পকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে বিজেপি সরকার। নয়া বিলের মাধ্যমে এই প্রকল্পের যে আইনি রদবদল করা হচ্ছে, তাকে ‘কালো আইন’ (Black Law) বলে অভিহিত করেছেন তিনি।
শনিবার একটি ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী বলেন, ‘‘মনরেগাকে দুর্বল করে মোদি সরকার দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক ও ভূমিহীন মানুষের স্বার্থে আঘাত হেনেছে। গত ১১ বছর ধরে কেন্দ্র শুধু গ্রামীণ দরিদ্রদের স্বার্থই উপেক্ষা করেছে।’’
প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলের স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘২০ বছর আগে সংসদে সর্বসম্মতিতে যখন এই আইন পাস হয়েছিল, সেটি ছিল একটি অত্যন্ত বিপ্লবী পদক্ষেপ। বঞ্চিত ও শোষিত মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছিল এই প্রকল্প।’’ আজ সেই প্রকল্পকে খর্ব করার চেষ্টার তীব্র বিরোধিতা করেছেন তিনি।