১৯৭১-এর পর সবথেকে খারাপ সময়! ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মাঝে ৫০ হাজার টন চালের চুক্তি

বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড এবং ক্রমবর্ধমান হিংসার ঘটনায় এবার নজিরবিহীন কড়া অবস্থান নিল ভারত। বুধবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এই খুনের ঘটনার সুবিচার দাবি করা হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতির ওপর নয়াদিল্লি কড়া নজর রাখছে এবং দুই দেশের আধিকারিকরা নিরন্তর যোগাযোগ বজায় রাখছেন।

অর্থনৈতিক প্রয়োজনে ভারতেরই দ্বারস্থ ঢাকা: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এক তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অর্থনৈতিক স্বার্থে ভারতের কাছ থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টার দাবি, ভিয়েতনাম বা অন্য দেশ থেকে চাল আমদানির চেয়ে ভারত থেকে আনা অনেক বেশি সস্তা এবং লাভজনক। প্রতি কেজিতে প্রায় ১০ টাকা সাশ্রয় হবে বাংলাদেশের।

সম্পর্ক কি ১৯৭১-এর পর সবথেকে খারাপ? হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত-বিরোধী স্লোগান এবং কট্টরপন্থীদের আস্ফালন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ১৯৭১ সালের পর সবথেকে খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুই দেশই একে অপরের রাষ্ট্রদূতকে তলব করেছে, দূতাবাসের সামনে চলেছে বিক্ষোভ। যদিও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের দাবি, পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন বলেও তিনি দাবি করেন। বাইরের কোনও শক্তি যাতে দুই দেশের তিক্ততা উস্কে না দেয়, সেই বিষয়েও সতর্ক করেছেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy