ডিসেম্বর মাসের শুরু থেকেই ইউরোপ ও আমেরিকায় বড়দিন (Christmas) ও নতুন বছরকে বরণ করার প্রস্তুতি শুরু হয়ে যায়। আর বড়দিন মানেই ক্রিসমাস ট্রি। তবে এবার গতানুগতিক ক্রিসমাস ট্রি-র বদলে এক নতুন চমক দেখল ব্রিটেন।
ব্রিটেনের বার্মিংহামের মুর হল হোটেল ও স্পায়ের বাইরে তৈরি হয়েছে একটি ২৫ ফুট লম্বা ক্রিসমাস ট্রি, যা তৈরি হয়েছে ১ লাখেরও বেশি বেলুন দিয়ে!
ডিজাইনারের ভাবনা ও পরিশ্রম:
এই অভিনব বেলুনের ক্রিসমাস ট্রি-র পেছনে রয়েছে ইঞ্জিনিয়ারদের পরিশ্রম, ডিজাইনারের ভাবনা এবং বহু মানুষের কায়িক শ্রম।
তৈরির প্রক্রিয়া: এটি তৈরি করতে মাত্র ৫ দিন ধরে ২ জন মিলে দিনরাত এক করে কাজ করেছেন।
উপাদান: সবুজ ছোট ছোট বেলুন দিয়ে গাছের পাতা তৈরি করা হয়েছে। লাল, সোনালী, স্বচ্ছ এবং অন্যান্য ধাতব রঙের বড় বেলুন ব্যবহার করে ফল বোঝানো হয়েছে। আর একদম নিচে ছড়িয়ে থাকা সাদা ছোট ছোট নুড়ি পাথরের মতো অসংখ্য বেলুন বরফ বোঝাতে কাজে লাগানো হয়েছে।
সংরক্ষণ: বেলুনগুলির ক্ষতি যাতে না হয়, তার জন্য গাছটিকে একটি কাচের ডোম (Glass Dome) দিয়ে ঘিরে রাখা হয়েছে।
জনতার ভিড়:
যেহেতু এমন বেলুনের ক্রিসমাস ট্রি এই অঞ্চলে প্রথম, তাই সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে। এটি দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন এবং ছবি তুলছেন, তুলছেন সেলফিও।
সমাজসেবামূলক ভাবনা:
তবে এই বেলুনের ক্রিসমাস ট্রি শুধুমাত্র চমক দিতেই তৈরি হয়নি। এর সঙ্গে একটি সমাজসেবামূলক ভাবনাও জড়িয়ে আছে।