“হিন্দুরা দ্রুত একজোট হোন, নয়তো বিপদ!” মথুরাপুরের সভা থেকে শুভেন্দুর চরম হুঁশিয়ারি

মথুরাপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে ফের চড়ল রাজনীতির পারদ। বুধবার সাগরের এই জনসভা থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাজ্যের হিন্দুদের একজোট হওয়ার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস খুনের ঘটনায় সরব হয়ে তিনি রাজ্য প্রশাসন ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ শানান।

শুভেন্দু অধিকারী এদিন সরাসরি সতর্কবার্তা দিয়ে বলেন, “বাংলাদেশে যা ঘটছে তা থেকে শিক্ষা নিতে হবে। হিন্দুরা দ্রুত ঐক্যবদ্ধ না হলে বিপদ বাড়বে।” কলকাতায় হিন্দুদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি মমতাকে হুঙ্কার দিয়ে বলেন, “দীপু দাসের মৃত্যু নিয়ে কেন চুপ মুখ্যমন্ত্রী? প্রতিবাদ করলেই লাঠি চালানো হচ্ছে।” এদিন মথুরাপুরের মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানান, ওপার বাংলায় হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে এবং এপারের হিন্দুদের অধিকার রক্ষায় বিজেপি আন্দোলন আরও তীব্র করবে। মূলত বাংলাদেশ পরিস্থিতিকে হাতিয়ার করে হিন্দু ভোটব্যাঙ্ককে সংহত করাই শুভেন্দুর লক্ষ ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy