. “হিন্দুদের ওপর অত্যাচার, আর আপনি ক্রিকেটার কিনছেন?” শাহরুখকে কড়া তোপ দেবকীনন্দন ঠাকুরের

আইপিএল ২০২৬-এর নিলাম মিটলেও বিতর্ক পিছু ছাড়ছে না কলকাতা নাইট রাইডার্সের (KKR)। শাহরুখ খানের দল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও ধর্মীয় সংঘাত। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক নির্যাতনের আবহে এই সিদ্ধান্তকে ‘অসংবেদনশীল’ বলে দাগিয়ে দিয়েছেন সমালোচকদের একাংশ।

বিখ্যাত কথাবাচক দেবকীনন্দন ঠাকুর সরাসরি শাহরুখ খানকে আক্রমণ করে প্রশ্ন তুলেছেন, “যখন বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, তখন একজন ভারতীয় তারকা কীভাবে সেই দেশের ক্রিকেটারকে কোটি টাকায় দলে নেন?” তিনি দাবি তুলেছেন, মুস্তাফিজুরকে দল থেকে বাদ দিয়ে তাঁর পারিশ্রমিকের টাকা ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে দান করতে হবে। বিজেপি নেতা সংগীত সোম আরও এক ধাপ এগিয়ে শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলে তোপ দেগেছেন।

পাল্টা সুর চড়িয়েছে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন। সংগঠনের সভাপতি মৌলানা সাজিদ রশিদি বলেন, “খেলাধুলা ও শিল্পে কোনো সীমান্ত হয় না। শাহরুখ-সলমানরা দেশের সবথেকে বড় দাতা। দেবকীনন্দন ঠাকুরের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।” অন্যদিকে কংগ্রেস নেতা তারিক আনোয়ার শাহরুখের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, আইপিএল একটি আন্তর্জাতিক লিগ এবং নিয়ম মেনেই খেলোয়াড় কেনা হয়েছে। খেলাকে ধর্মের সঙ্গে মেশানো অনুচিত। সব মিলিয়ে, ‘ফিজ’কে কেন্দ্র করে কেকেআর মালিক এখন ধর্ম ও রাজনীতির ত্র্যহস্পর্শে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy