জলের অপর নাম জীবন, আর সেই জীবনের অধিকার পেতেই এবার শীতের রাতে রাস্তায় নামলেন পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার বাঙ্কোলা এরিয়ার ইসিএল (ECL) আবাসিকরা। সোমবার রাতে পানীয় জলের তীব্র সঙ্কটের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু করেন তাঁরা। আবাসিকদের অভিযোগ, হাড়কাঁপানো শীতের মরশুমেও কার্যত জলহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাঁদের।
আন্দোলনকারীদের দাবি, আগে দিনে অন্তত দু’বার জল মিলত। কিন্তু গত ১৫-২০ দিন ধরে পরিষেবা তলানিতে ঠেকেছে। বর্তমানে তিন দিন অন্তর একবার জল দেওয়া হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। এর ফলে রান্নাবান্না, স্নান থেকে শুরু করে নিত্যকর্ম ব্যাহত হচ্ছে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আবাসিক মহিলারা ইসিএল আধিকারিকদের বারবার দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি। শুধু মিলেছে ‘আশ্বাসের ললিপপ’। এদিনও নিরাপত্তা কর্মীরা তাঁদের শান্ত করার চেষ্টা করলে মহিলারা সাফ জানান, যতক্ষণ না কল দিয়ে জল পড়ছে, ততক্ষণ এই বিক্ষোভ চলবে। দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।