হাড়োয়ায় মাঝরাতে লঙ্কাকাণ্ড! দেওয়াল কেটে ৪০ লক্ষের সোনা-রুপো নিয়ে চম্পট ডাকাত দল

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উৎসবের মরশুমের মাঝেই এক দুর্ধর্ষ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত গোবেরিয়া বাজারে একটি সোনার দোকানে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। দুষ্কৃতীরা দোকানের দেওয়াল ও লকার ভেঙে প্রায় ২০ ভরি সোনা এবং ৮ কেজি রুপো লুট করে চম্পট দিয়েছে।

দোকানের মালিক শিবনাথ পাল জানান, প্রতিদিনের মতো এদিন সকালে দোকান খুলতে এসে তিনি হতবাক হয়ে যান। দেখেন দোকানের শাটার এবং তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন লোহার সিন্দুক ও লকার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। শুধু তাই নয়, দুষ্কৃতীরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সিসিটিভি ক্যামেরাগুলি ভেঙে ফেলেছে এবং ক্যামেরার মুখ ঘুরিয়ে দিয়েছিল। এমনকি প্রমাণের চিহ্ন মুছতে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়েছে তারা। দোকানের ওয়াইফাই সংযোগও কেটে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে সতর্কবার্তা না পৌঁছায়।

দোকান সূত্রে খবর, লকারে রাখা প্রায় ২০ ভরি সোনার গয়না, ৮ কেজি রুপো এবং নগদ ৮০ হাজার টাকা লুট হয়েছে। বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। দোকানের ভেতরে ও বাইরে গয়নার খালি বাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এটি অত্যন্ত সুপরিকল্পিত অপরাধ। দুষ্কৃতীরা আগে থেকেই দোকানের অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। পুলিশ এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। স্থানীয় ব্যবসায়ীরা বাজারে পুলিশি টহল বাড়ানোর এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy