হাওড়ার দাসনগরে মিড ডে মিল বিতর্কে চরম উত্তেজনা! রান্না না করে পড়ুয়াদের বিস্কুট দেওয়ায় প্রধান শিক্ষিকাকে ঘেরাও

হাওড়ার দাসনগরের বালটিকুরি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, স্কুলে পর্যাপ্ত চাল-ডাল মজুত থাকা সত্ত্বেও নিয়মিত রান্না করা খাবার দেওয়া হচ্ছে না পড়ুয়াদের। পরিবর্তে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ৫ টাকার বিস্কুটের প্যাকেট। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান।

কী অভিযোগ অভিভাবকদের?

দাসনগরের বালটিকুরি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০০ জন পড়ুয়া ও ১৪ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। অভিভাবকদের অভিযোগ, মিড ডে মিল রান্নার জন্য রাঁধুনি-সহ যাবতীয় ব্যবস্থা থাকলেও, এখানে প্রতিদিন রান্না হয় না।

  • অনিয়ম: বেশ কিছুদিন ধরেই সপ্তাহে মাত্র দু’দিন রান্না করা খাবার দেওয়া হচ্ছে। বাকি দিনগুলিতে ৫ টাকার বিস্কুটের প্যাকেট দেওয়া হচ্ছে।

  • রাঁধুনিদের ভূমিকা: তাঁদের আরও অভিযোগ, রাঁধুনিরা রান্না করার বদলে মোবাইল দেখতে ব্যস্ত থাকেন।

  • বিক্ষোভ: এই অনিয়মের প্রতিবাদে অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষিকা অনামিকা রায়কে বেশ কিছুক্ষণ ধরে আটকেও রাখেন।

শিক্ষক-শিক্ষিকাদের সমর্থন ও প্রধান শিক্ষিকার বক্তব্য

স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বড় একটি অংশও অভিভাবকদের এই দাবিকে ন্যায্য বলেই মনে করছেন। তাঁরা বলছেন, যদি রান্না না হয়, তবে মজুত চাল-ডাল পড়ুয়াদের মধ্যে বিতরণ করে দেওয়া হোক।

অন্যদিকে, প্রধান শিক্ষিকা অনামিকা রায় এই বিষয়ে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর (ডিআই)-কে সরাসরি চিঠি দিয়েছেন। তিনি বলেন, “আগে স্কুলে কাঁচা চাল ছাত্র-ছাত্রীদের দেওয়া হতো। এখন যদি শিক্ষা দফতর অনুমতি দেয়, তবে মজুত চাল তাদের দেওয়া হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পদক্ষেপ

মিড ডে মিলে এই ধরনের ‘ড্রাই ফুড’ বিতরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, মিড ডে মিলে রান্না করা খাবারের বদলে এভাবে ড্রাই ফুড দেওয়া যায় না। কী কারণে এমনটা করা হয়েছে, তা জানতে চেয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বারুইপুরের উত্তরভাগ কলোনি হাইস্কুলেও চুরির কারণে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে সেখানেও বিস্কুটের প্যাকেট তুলে দিতে বাধ্য হয়েছিল স্কুল কর্তৃপক্ষ। কিন্তু বালটিকুরির ক্ষেত্রে মজুত থাকা সত্ত্বেও রান্না না করার অভিযোগ ওঠায় বিতর্ক আরও বেড়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy