২০১৩ সালে ক্যানসারের উচ্চ ঝুঁকির কারণে ম্যাস্টেক্টমি বা স্তন অপসারণের সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দীর্ঘ ১২ বছর পর সেই সিদ্ধান্তের ক্ষতচিহ্ন প্রথমবার প্রকাশ্যে আনলেন তিনি। সম্প্রতি একটি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের কভার পেজে নিজের অস্ত্রোপচারের দাগ আড়াল না করেই পোজ দিয়েছেন অভিনেত্রী। মূলত স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে এবং এই লড়াইয়ে শামিল নারীদের মনোবল জোগাতেই তাঁর এই পদক্ষেপ।
জোলির পরিবারে ক্যানসারের ইতিহাস অত্যন্ত করুণ; তাঁর মা, মাসি এবং দিদা—তিনজনই এই মারণ রোগে প্রাণ হারিয়েছেন। জিনগত পরীক্ষায় নিজের শরীরে ৮৭ শতাংশ ক্যানসারের ঝুঁকি পাওয়ার পরেই তিনি স্তন ও পরবর্তীতে ডিম্বাশয় অপসারণের কঠিন সিদ্ধান্ত নেন। অভিনেত্রী জানিয়েছেন, এই ক্ষতগুলি তাঁর কাছে যন্ত্রণার নয়, বরং জীবন রক্ষার প্রতীক। তিনি চান, অন্যান্য নারীরাও যেন তাঁদের শরীরের এই লড়াইয়ের দাগ নিয়ে লজ্জিত না হয়ে গর্বিত হন।