সৌন্দর্যের হিংসা! ড্রামের জলে ৪ শিশুকে ডুবিয়ে খুন করল ‘সিরিয়াল কিলার’ মহিলা, কাঁপছে হরিয়ানা

হরিয়ানার পানিপথে সম্প্রতি এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার-এর ঘটনা সামনে আসায় স্তম্ভিত গোটা দেশ। পুনম নামে এক সাধারণ গ্রামের মহিলাকে চার-চারটি শিশুকে নৃশংসভাবে খুন করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। খুনের কারণ আরও ভয়াবহ— নিজের চেয়ে অন্য কারও সৌন্দর্য বা আকর্ষণ সে সহ্য করতে পারত না!

ভয়ঙ্কর খুনের তালিকা: পুলিশের জেরায় পুনম তার অপরাধের কথা স্বীকার করেছে। তার খুনের তালিকায় রয়েছে:

প্রথম শিকার: তার ভাসুরের ৯ বছরের মেয়ে ইশিকা (২০২৩ সালে চৌবাচ্চায় ডুবিয়ে খুন)।

দ্বিতীয় শিকার: সন্দেহের চোখে যাতে না পড়তে হয়, তাই নিজের ৩ বছরের ছেলে শুভম (একই পদ্ধতিতে খুন)।

তৃতীয় শিকার: চলতি বছরের আগস্টে তুতো ভাইয়ের ৬ বছরের মেয়ে জিয়া (পুনমের মনে হয়েছিল জিয়া তার চেয়ে বেশি সুন্দর)।

শেষ শিকার: গত সোমবার তুতো ভাইয়ের ৬ বছরের মেয়ে বিধি।

বিয়ের বাড়িতে নৃশংসতা: সোমবার হরিয়ানার সোনিপতের নাউলথা গ্রামে আত্মীয়ের বিয়েতে এসেছিল ৬ বছরের বিধি। বরযাত্রী আসায় বাড়ির সবাই যখন বাইরে ভিড় করেছিল, সেই সুযোগ নেয় পুনম। সে দেখে বিধি ছাদে উঠছে। পুনম পিছু নিয়ে ছাদে যায় এবং গল্পের ছলে বিধিকে স্টোর রুমের পাশে রাখা একটি নীল প্লাস্টিকের জলের টাবের দিকে নিচু হয়ে দেখতে বলে। বিধি যেই ঝুঁকেছে, পুনম সঙ্গে সঙ্গে তার ঘাড়-মাথা চেপে জলের নীচে ধরে রাখে। বিধি নিস্পন্দ হয়ে গেলে সে বাইরে থেকে দরজায় তালা দিয়ে নীচে নেমে আসে।

বেশ কিছুক্ষণ পর বিধির খোঁজ শুরু হলে তার ঠাকুমা স্টোররুমের বন্ধ দরজা খুলে দেখেন, নাতনির মাথা জলে ডোবানো। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শিশুটিকে বাঁচানো যায়নি। বিধির মৃত্যু তদন্ত করতে গিয়েই পুলিশ জানতে পারে, এটি দুর্ঘটনা নয়, বরং ঠাকুমার মেয়ে পুনমের কাজ।

আগের তিনটি মৃত্যুকে পরিবারের সদস্যরা দুর্ঘটনা বলে মেনে নিলেও, বিধির মৃত্যুর পর পুলিশের সামনে ভেঙে পড়ে পুনম। সে স্বীকার করে, “আমার পরিবারে কেউ আমার চেয়েও বেশি সুন্দর বা আকর্ষণীয় হোক, তা আমি সহ্য করতে পারি না। সেই হিংসা থেকেই পর পর খুন করেছি।”

উচ্চাকাঙ্ক্ষা ও সৌন্দর্যের প্রতি এক নারীর এই ভয়াবহ হিংসাই তাকে সিরিয়াল কিলারে পরিণত করেছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy