নতুন বছরের আগে সোনা কিনতে গিয়ে চোখে সর্ষে ফুল দেখছেন সাধারণ মানুষ। বিয়ের মরশুমে আকাশছোঁয়া দামের রেকর্ড ভেঙে আজ, ২৭ ডিসেম্বর ফের এক লাফে অনেকটাই বেড়ে গেল সোনার দর। বিশ্ববাজারের অস্থিরতা আর অভ্যন্তরীণ চাহিদার কারণে সোনা এখন সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে।
কলকাতায় আজকের দর (১০ গ্রাম): শহর কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১,৪১,২২০ টাকা, যা গতকালের তুলনায় ১২০০ টাকা বেশি। গয়নার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১,২৯,৪৫০ টাকা (১০ গ্রামে ১১০০ টাকা বৃদ্ধি)। পিছিয়ে নেই ১৮ ক্যারেট সোনাও, এর দাম আজ ১,০৫,৯২০ টাকা।
দেশের অন্যান্য বড় শহরের চিত্র:
দিল্লি: রাজধানীতে ২২ ক্যারেট ১,২৯,৬০০ টাকা এবং ২৪ ক্যারেট ১,৪১,৩৭০ টাকা।
মুম্বই ও হায়দরাবাদ: এখানেও দাম কলকাতার সমানই যাচ্ছে— ২২ ক্যারেট ১,২৯,৪৫০ টাকা।
চেন্নাই: দেশের মধ্যে সবচেয়ে মহার্ঘ সোনা বিক্রি হচ্ছে এখানে। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা ১,৪১,৮২০ টাকা।
অর্থনীতিবিদদের মতে, ২০২৫ সালের শুরু থেকেই সোনার দামের এই ঊর্ধমুখী প্রবণতা বজায় রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার চাহিদা বাড়ায় এর দাম কমার কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। ফলে বিয়ের বাজারে সোনার গয়না কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলো।