সিভিক ভলেন্টিয়ার থেকে সোজা বিধানসভার প্রার্থী! হুমায়ুন কবীরের চাঞ্চল্যকর চালে তোলপাড় মালদহ

মালদহের রাজনীতিতে বড়সড় চমক। বিধায়ক হুমায়ুন কবীরের নবগঠিত দলের হয়ে এবার বিধানসভা নির্বাচনের ময়দানে লড়বেন একজন সিভিক ভলেন্টিয়ার। বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মুজকেরা বিবির নাম ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই নিয়ম মেনে মুজকেরা বিবিকে তাঁর সিভিক ভলেন্টিয়ার পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তবে তাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই তাঁর। বৈষ্ণবনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুজকেরা বিবির স্বামী কুরবান আনসারীও এলাকায় পরিচিত মুখ। রাজনীতির আঙিনায় পা দিয়েই মুজকেরা জানান, “চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে তাতে আফসোস নেই। আমার রাজনৈতিক গুরু হুমায়ুন কবীরের নির্দেশ মেনেই মানুষের জন্য কাজ করব এবং জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ আশাবাদী।”

এদিকে এই প্রার্থী পদ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মুজকেরা বিবির স্বামী কুরবান আনসারী সরাসরি তৃণমূলকে তোপ দেগে বলেন, “২০২৬-এ লড়াই হবে বিজেপির সঙ্গে, তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে। সংখ্যালঘুদের ভোট নিয়ে কোনো কাজ করেনি তারা।” পাল্টা আক্রমণে মালদহ জেলা তৃণমূলের মুখপাত্র আশীষ কুণ্ডু বলেন, “হুমায়ুন কবীর উন্মাদ হয়ে গিয়েছেন। ওনার দলের প্রার্থীরা নোটার থেকেও কম ভোট পাবেন।” অন্যদিকে বিজেপি নেতা তারক ঘোষের দাবি, “হুমায়ুন কবীরের দল আসলে তৃণমূলেরই একটি বি-টিম।” সব মিলিয়ে ভোট ঘোষণার আগেই বৈষ্ণবনগরের পারদ চড়তে শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy