মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বহুল চর্চিত বাবা-ছেলে হত্যাকাণ্ডে ঐতিহাসিক রায় দিল জঙ্গিপুর মহকুমা আদালত। গত ১২ এপ্রিল জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে উত্তেজিত জনতা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছিল। সেই নারকীয় ঘটনায় অভিযুক্ত ১৩ জনকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই ১৩ জনকেই দোষী সাব্যস্ত করেছে। কারাদণ্ডের পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে যে, নিহতের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। জনসমক্ষে এমন বর্বরোচিত আক্রমণের ঘটনায় এই রায়কে দৃষ্টান্তমূলক হিসেবে দেখছে আইনজ্ঞ মহল।
উল্লেখ্য, এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে দীর্ঘ সময় ধরে উত্তেজনা ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ঘটনার তুলনা করেছিলেন বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে। আজ আদালতের এই রায়ের পর নিহতের পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। দোষীদের সাজা ঘোষণার পর সামশেরগঞ্জ এলাকায় কড়া নিরাপত্তা বজায় রেখেছে পুলিশ।