সাগরপাড়ায় ভয়াবহ বিস্ফোরণ! বোমা বাঁধতে গিয়ে হাত খোয়ালেন যুবক, বিধানসভা নির্বাচনের আগে বারুদের স্তূপে মুর্শিদাবাদ

২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজতে এখনও মাস কয়েক বাকি, কিন্তু তার আগেই বারুদের গন্ধে ভারী হতে শুরু করেছে মুর্শিদাবাদের আকাশ। বুধবার সাতসকালে সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বোমা বাঁধার সময় অসাবধানতাবশত এই বিস্ফোরণ ঘটে।

রক্তাক্ত নাজমুল, উড়ল কব্জি: বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলে থাকা নাজমুল শেখ নামে এক যুবকের হাতের কব্জি উড়ে গিয়েছে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সাহেবনগরে ছুটে গিয়ে দেখেন, চার কাকমারি গ্রামের বাসিন্দা নাজমুল রক্তাক্ত অবস্থায় পড়ে ছটফট করছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

তদন্তে পুলিশ: কী ছিল উদ্দেশ্য? সাগরপাড়া থানার পুলিশ জানিয়েছে, জখম নাজমুল শেখের বিরুদ্ধে এলাকায় আগে থেকেই একাধিক অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে। জনবহুল এই এলাকায় কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখে পুলিশ তল্লাশি চালাচ্ছে। মজুত করা বিস্ফোরকগুলি কী ধরনের ছিল এবং এর পিছনে বড় কোনও নাশকতামূলক চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ভোটের আগে আতঙ্কে সাহেবনগর: রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে বারুদ মজুত করার এই ঘটনা সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি করেছে। প্রশ্ন উঠছে, পুলিশের নজর এড়িয়ে কীভাবে জনবহুল এলাকায় বোমা বাঁধার কাজ চলছিল? বিরোধীদের অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই মারণাস্ত্র তৈরি হচ্ছিল।

পুলিশ নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করলেও, স্থানীয় প্রশাসনের সক্রিয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy