সম্পর্ক কি খাদের কিনারায়? ঢাকা-রাজশাহীর পর এবার খুলনায় বন্ধ ভারতীয় ভিসা কেন্দ্র, চরম উদ্বেগে পর্যটকরা

ভারত ও বাংলাদেশের প্রতিবেশীসুলভ কূটনৈতিক সম্পর্ক কি তবে ছিন্ন হওয়ার পথে? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশে একের পর এক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) বন্ধ হওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কে চরম শৈত্যপ্রবাহের ইঙ্গিত মিলছে। বুধবার ঢাকার পর বৃহস্পতিবার রাজশাহী ও খুলনাতেও অনির্দিষ্টকালের জন্য ভিসা সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতীয় দূতাবাসের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে বর্তমানে তৈরি হওয়া নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির কারণেই এই কঠোর সিদ্ধান্ত। মূলত ভারতীয় কর্মীদের নিরাপত্তা নিয়ে বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে:

যাঁদের আজ আবেদনের কাজ ছিল, তাঁদের পরবর্তী দিন এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

আপাতভাবে জরুরি চিকিৎসা বা বিশেষ প্রয়োজন ছাড়া ভিসা পরিষেবা পাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি ও ভারত-বিরোধিতা
সাম্প্রতিককালে বাংলাদেশে ভারত-বিদ্বেষ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য ঘি ঢেলেছে আগুনে। তিনি হুমকি দিয়েছেন: ১. উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যকে (সেভেন সিস্টার্স) বিচ্ছিন্ন করার জন্য সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে। ২. বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে মারধর করে বের করে দেওয়ার উস্কানিও দিয়েছেন তিনি।

এই ধরনের প্রকাশ্য উস্কানি ও নিরাপত্তাহীনতার আবহে ভারত সরকার ঝুঁকি না নিয়ে একের পর এক দফতর বন্ধ করার পথে হাঁটছে।

কূটনৈতিক সৌজন্যের সীমা লঙ্ঘিত হওয়ায় বুধবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতীয় বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, কূটনৈতিক দায়বদ্ধতা মেনে ভারতীয় দূতাবাস ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। কিন্তু বাস্তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় সম্পর্ক স্বাভাবিক হওয়ার লক্ষণ এখনই দেখা যাচ্ছে না।

দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াত এই সিদ্ধান্তের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে চলেছে। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে আসতে চাওয়া বাংলাদেশী নাগরিকদের ভোগান্তি চরম সীমায় পৌঁছবে। দিল্লির এই কড়া বার্তা এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কীভাবে সামাল দেয়, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy