ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ভক্ত ও পর্যটকদের সুবিধার্থে ইতিমধ্যেই উন্নয়নমূলক কাজের জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে এই এলাকার ভোলবদলে খরচ করা হচ্ছে ৮০ কোটি টাকারও বেশি।
উন্নয়নমূলক কাজের তালিকায় রয়েছে ২৫ কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা নির্মাণ, প্রায় ৬ কোটি টাকার পর্যটন পরিকাঠামো এবং কামারপুকুর ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকীকরণ। এছাড়াও প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক বাসস্ট্যান্ড। পর্যটকদের বাড়তি আকর্ষণের জন্য থাকছে একটি ইকো-ট্যুরিজম পার্ক এবং কামারপুকুর মিশনে নতুন হোস্টেল বিল্ডিং। শুধু কামারপুকুরই নয়, সংলগ্ন জয়রামবাটিতে মাতৃমন্দিরেরও সংস্কার করা হয়েছে। এই মেগা প্রকল্পের ফলে ভবিষ্যতে কামারপুকুরে পুণ্যার্থীদের যাতায়াত ও থাকা-খাওয়ার অভিজ্ঞতা আরও আরামদায়ক হবে।