অশান্ত সাগর এবং জোড়া নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের দাপাদাপিতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ (Ditwah)।তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের অভিমুখ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে নয়। তাই বাংলায় আপাতত কোনও বড় সতর্কতা নেই এবং শীতের গতি আপাতত থমকে যাওয়ার সম্ভাবনাও কম।ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ এবং ‘সেনিয়ার’মৌসম ভবন সূত্রে খবর:ঘূর্ণিঝড় দিতওয়া: বুধবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি শ্রীলঙ্কার পোট্টুভিলের পূর্বদিকে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে প্রবল গতিতে এগোচ্ছে।সতর্কতা: রবিবার (৩০ নভেম্বর) ভোরবেলা এটি উত্তর তামিলনাডু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। এর জেরে ওইসব উপকূলে হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।ঘূর্ণিঝড় সেনিয়ার: ইন্দোনেশিয়া উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ অবশ্য বেশ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে মালাক্কা প্রণালিতে নিম্নচাপ হয়ে অবস্থান করছে। আজ শুক্রবার সেটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।বাংলার আবহাওয়ার পূর্বাভাসঘূর্ণিঝড়ের প্রভাব বঙ্গে না পড়ায় উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে কোনো বাধা নেই। যদিও বুধবার এবং বৃহস্পতিবার ঠান্ডার আমেজ থাকলেও আজ শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।তাপমাত্রা: সপ্তাহান্তে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে।আবহাওয়া: বর্তমানে রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার সৌজন্যে বাতাসে শুষ্কতা বাড়ছে, ফলে ঠান্ডার অনুভূতিও বজায় থাকবে। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং আগামী তিন-চার দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে।কলকাতার আবহাওয়া (বৃহস্পতিবার ও শুক্রবার):বিবরণবৃহস্পতিবার (ছিল)শুক্রবার (থাকবে)সর্বোচ্চ তাপমাত্রা২৭.৫°C (স্বাভাবিকের চেয়ে ১.৪°C কম)প্রায় ২৭°Cসর্বনিম্ন তাপমাত্রা১৬.৪°C (স্বাভাবিকের চেয়ে ১.১°C কম)প্রায় ১৭°Cআর্দ্রতাসর্বোচ্চ ৮৯% / সর্বনিম্ন ৮৪%-আকাশ-দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে, ভোরে কুয়াশার দাপট দেখা যাবে।
Home
OTHER NEWS
শীতের পথে কি বাধা জোড়া ঘূর্ণিঝড়? বঙ্গোপসাগরে ঘনীভূত ‘দিতওয়া’, তামিলনাডু-পুদুচেরি উপকূলে হলুদ সতর্কতা জারি
Related Posts
Northeast Frontier Railway-তে বিপ্লব! ₹২৪৫ কোটির ‘গতিশক্তি’ কার্গো টার্মিনাল প্রায় প্রস্তুত, কমবে খরচ