অবশেষে অপেক্ষার অবসান। বড়দিনের আমেজ গায়ে মেখেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ ডিসেম্বর থেকেই রাজ্যে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে পারদ ৮ ডিগ্রিতে নামতে পারে, যা হাড়কাঁপানো ঠান্ডার ইঙ্গিত দিচ্ছে।
কলকাতার হালহকিকত: এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস হলেও, শুক্রবার তা একধাক্কায় ১৩ ডিগ্রিতে নামতে পারে। আগামী ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত এই নিম্নমুখী পারদ বজায় থাকবে বলেই পূর্বাভাস। তবে বছরের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রা।
কুয়াশার সতর্কতা: শীতের কামড়ের সঙ্গেই পাল্লা দিচ্ছে ঘন কুয়াশা। দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা এড়াতে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে মালদহ— সর্বত্রই কুয়াশার চাদর। ডুয়ার্সে সকাল ৯টার পরেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। পাহাড়ে দার্জিলিংয়ের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে কনকনে ভাব বেশি থাকবে, সেখানে তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।