শিক্ষার্থীদের জন্য মমতা সরকারের বড় উপহার, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ১০ হাজার টাকা ডিসেম্বরে অ্যাকাউন্টে

পশ্চিমবঙ্গে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনমুখী ভাতা ও প্রকল্প চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যুবশ্রী-সহ একাধিক প্রকল্পের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও চালু করা হয়েছে বিশেষ প্রকল্প। এর মধ্যে অন্যতম হলো ‘তরুণের স্বপ্ন’।

এবার এই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়েই একটি নতুন খবর প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়ারা যে এককালীন ১০,০০০ টাকা পেয়ে থাকেন, তা সম্ভবত ডিসেম্বর মাসে তাদের অ্যাকাউন্টে ঢুকবে।

সাধারণত প্রতি বছর নভেম্বরের মধ্যেই এই প্রকল্পের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে চলে আসে। তবে চলতি বছর এখনও সেই টাকা না আসায় সকলেই আশা করছেন যে ডিসেম্বরেই এই অর্থ মিলবে। এই ১০ হাজার টাকা শিক্ষার খাতে ব্যবহারের জন্যই রাজ্য সরকার দিয়ে থাকে, যা বহু পড়ুয়াকে উৎসাহিত করে।

বিলম্বের কারণ:

সূত্রের খবর অনুযায়ী, বিপুল সংখ্যক পড়ুয়াদের তথ্য আপলোড করার ক্ষেত্রে সার্ভারে বেশ কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। এখনও পর্যন্ত অধিকাংশ ছাত্রছাত্রীর নাম, অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট পোর্টালে নথিভুক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এই প্রযুক্তিগত কারণে চলতি বছর এই টাকা বিতরণে কিছুটা দেরি হচ্ছে বলে জানা গেছে। তবে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হলেই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy