ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকার শাহবাগ চত্বর এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা করেছে সংগঠনটি। সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সাফ জানিয়েছেন, “উপদেষ্টারা জনগণের সামনে এসে জবাব না দেওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ছি না।”
হাদি হত্যাকাণ্ড ও পরিবারের তোপ: ২০২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকার বুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন নিহতের ভাই ওমর বিন হাদি। তিনি বলেন, “খুনিদের ধরতে যদি সরকারের ওপর কোনও চাপ থাকে, তবে অবিলম্বে আন্তর্জাতিক তদন্ত সংস্থার হাতে তদন্তভার তুলে দিন।” শাহবাগের অবস্থান মঞ্চ থেকে এই বিচার না পাওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
ফরিদপুরে জেমসের কনসার্টে তাণ্ডব: অন্যদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ফুটিয়ে তুলল ফরিদপুরের এক অপ্রীতিকর ঘটনা। শুক্রবার রাতে ফরিদপুর জেলা স্কুলে রক লেজেন্ড জেমসের কনসার্টে ভয়াবহ হামলা চালায় একদল বহিরাগত। অনুষ্ঠানে ঢুকতে না পেরে গেট ভাঙার চেষ্টা এবং পরে এলোপাথাড়ি ইটবৃষ্টি শুরু করে তারা। এই হামলায় স্কুলের ছাত্রসহ প্রায় ৩০ জন জখম হয়েছেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় মাঝপথেই কনসার্ট বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রশাসনের নাকের ডগায় এমন হামলায় সুরক্ষাব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।