রেকর্ড পতন! শীতের প্রথম ধাক্কায় কাঁপতে শুরু করল কলকাতা, আর কোন জেলায় কত তাপমাত্রা?

শীতের আমেজ নয়, এবার জাঁকিয়ে ঠান্ডা! অবশেষে অপেক্ষার অবসান, রাজ্যজুড়ে শুরু হল শীতের মরশুম। শনিবার মরশুমের শীতলতম ভোর দেখল কলকাতাবাসী। এক ধাক্কায় ১৫ ডিগ্রির নীচে নেমে এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শীতপ্রেমীদের জন্য সুখবর এটাই যে, আগামী কয়েকদিন তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকবে।

ঠান্ডার দাপট পশ্চিমের জেলায়:

স্বাভাবিকভাবেই পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও নিচে নেমেছে। শ্রীনিকেতন (১০.২ ডিগ্রি) এবং কল্যাণীতে (১০.৩ ডিগ্রি) তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। বাঁকুড়া (১০.৯ ডিগ্রি), বর্ধমান (১১ ডিগ্রি), পানাগড় (১১.২ ডিগ্রি) এবং পুরুলিয়াতেও (১২.৪ ডিগ্রি) শীতের কাঁপুনি স্পষ্ট। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের পথ খোলা। এই সপ্তাহান্তে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে।

সকাল-সন্ধ্যা কুয়াশার চাদর:

শহরের তাপমাত্রা যেখানে ১৪.৫ ডিগ্রি, সেখানে পশ্চিমের জেলাগুলিতে পারদ ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। সকালের দিকে শিশির পড়বে এবং পথ-ঘাট গাঢ় কুয়াশায় ঢেকে যেতে পারে, বিশেষত উপকূলের দিকে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং দার্জিলিঙে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানা গিয়েছে।

একনজরে আজকের তাপমাত্রা:

শ্রীনিকেতন: ১০.২ ডিগ্রি

কল্যাণী: ১০.৩ ডিগ্রি

বাঁকুড়া: ১০.৯ ডিগ্রি

বর্ধমান: ১১ ডিগ্রি

পুরুলিয়া: ১২.৪ ডিগ্রি

আলিপুর (কলকাতা): ১৪.৫ ডিগ্রি

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy